প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৪:২১ পি.এম
রাজশাহীতে চলছে বই মেলা।।
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। বুধবার -১৮ ডিসেম্বর থেকে এই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী বিভাগীয় প্রশাসন শহরের কালেক্টরেট মাঠে এই মেলার আয়োজন করেছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র।
সোমবার -১৬ ডিসেম্বর- এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মদিবসে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।
জাতীয় গ্রন্থকেন্দ্র, মন্ত্রণালয় এবং রাজশাহী বিভাগীয় ও জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
মেলায় প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিক্যাল টিম ও নিরাপদ সুপেয় খাবার পানির ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২