রাজধানীর ভাটারা থেকে মানব পাচার-কারীর ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে মানব পাচার করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন,যশোর সদর জেলার গাইদগাছি গ্রামের মোঃ আলীম হোসেন (৩০),অপরজন মোঃ আসলাম মিয়া (২৫)।
তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত নবীরুল ইসলামের ছেলে।
সোমবার (৭ নভেম্বর) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব জানায়, আসামীরা বাংলাদেশ থেকে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভাল ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে সৌদি আরবে প্রেরণ করে। পরে সৌদিতে থাকা তাদের আরেকটি সংঘবদ্ধ চক্রের নিকট লক্ষাধিক টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এই চক্রটি তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এতে পরিবার গুলে নিঃস্ব হয়ে যায়। এই চক্রটির বিরুদ্ধে অনেকে অভিযোগের পরিপেক্ষিতে র্যাব তাদের গ্রেফতার করেছে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮