রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতর নাম হালিমা বেগম (৫০) বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক বাস চালক মোঃ বাদল মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, গত (৩ অক্টোবর) সকালে নিহত হালিমা বেগম গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় আনন্দ পরিবহন নামে দাড়িয়ে থাকা বাসকে বেপরোয়া ভাবে আসা মেঘালয় পরিবহন ধাক্কা দেয়। এতে বাস দুটির মাঝে চাপা পড়ে হালিমা মারা যান। পথচারীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর ঘটনায় মেঘালয় পরিবহন চালক ঘাতক মোঃ বাদল মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে র্যাব-৩। ঘাতক বাস চালক দূর্ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকায় আত্নগোপন ছিলেন।
র্যাব-৩ এর স্টাফ অফিসার ফারজানা হক জানান,গ্রেফতারকৃত বাস চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এমনকি তার ড্রাইভিং এর উপর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮