রাজধানীর কদমতলী থেকে পায়ে শিকঁলপরা এক মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তার পায়ের শিকঁল ভেঙ্গে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মোঃ জোবাইয়ের শিহাব (১২)। তার গ্রামের বাড়ী নারায়নগঞ্জ সদর জেলার মাহমুদপুরে। তার বাবার নাম মোঃ আলমগীর হোসেন।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজিব দে জানান,আজ (২৫ সেপ্টেম্বর) মারকাজ আল মা' ছরাবি মাদ্রাসায় এক শিক্ষার্থীকে পায়ে শিকঁল পরিয়ে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ও নির্যাতনকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম রোমান (৩৪ )কে আটক করেছে । এ নির্যাতনের ঘটনায় ভীকটিমের বাবা বাদী হয়ে কদমতলী থানায় শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করেছেন । মামলা নং-৪৬।
ভীকটিমের পরিবার জানান, গত (২৪ সেপ্টেম্বর) সকালে জোবাইয়ের শিহাব (১২ ) কে কদমতলী থানাধীন মারকাজ আল মা' ছরাবি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেদিন রাতে পড়ালেখায় অমনোযোগী হওয়ায় অভিযুক্ত শিক্ষক তাকে বেধড়ক চড়,লাথি ও বেত্রাঘাত করে আহত করে। পরে সে বাড়ীতে যেতে চাইলে শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম রোমান তার পায়ে শিকঁল পরিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে।
আহত শিহাবের বাবা জানান, হাফেজি পড়ার জন্য আমার ছেলেকে মারকাজ আল মা' ছরাবি মাদ্রাসায় ভর্তি করেছিলাম। অথচ একজন আলেম শিক্ষক কি করে এমন নিষ্টুর ভাবে মারতে পারে তা তার জানা নেই।
তিনি এই নির্যাতনকারী শিক্ষকের বিচার দাবী করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮