এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রুমি বড়ুয়া নামের এক স্কুল শিক্ষিকা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রিন্টু বড়ুয়াকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত ৫ম জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত রিন্টু বড়ুয়া (৪১) রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ডা. কমল কান্তি বড়ুয়ার ছেলে। তার স্ত্রী রুমি বড়ুয়া ছিলেন বান্দরবন জেলার একটি স্কুলের শিক্ষিকা।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত ৫ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রতন চক্রবর্তী।
তিনি বলেন, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি রিন্টু ও রুমির বিয়ে হয়। প্রথমে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও পরে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। একপর্যায়ে রুমিকে মারধর করা শুরু হয়।
জানা যায়, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন রিন্টু বড়ুয়া ভালোবেসে বিয়ে করেছিলেন রুমি বড়ুয়াকে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে শুরু করে। ছোট সেই মতদ্বৈততা রূপ নেয় ঝগড়ায়। এক পর্যায়ে স্ত্রী রুমিকে মারধর শুরু করে স্বামী রিন্টু। পরে ২০১৭ সালের ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পরিকল্পনা অনুযায়ী রুমিকে ছাদে বেড়াতে নিয়ে যায় রিন্টু। এরপর অ্যান্টিকাটার দিয়ে রুমির ঘাড়ে বারবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন রিন্টু। হত্যার পরদিন ১৪ আগস্ট রুমির ভাই মনোজ কান্তি বড়ুয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিন্টু।
আদালত সূত্র জানায়, রুমী বড়ুয়া বান্দরবন স্কুলে ও রিন্টু বড়ুয়া সেনবাহিনীতে চাকরি করায় দুইজনে বান্দরবানে থাকতেন। ঘটনার সময় (২০১৭ সালের ১৩ আগস্ট) তারা বেড়াতে রাঙ্গুনিয়ার নিজ গ্রামে বেতাগীতে এসেছিলেন। ঘটনার দিনে রাতে স্বামী-স্ত্রী দুইজনে মিলে নিজ বাড়ির ছাদে আড্ডা দিচ্ছেলেন। এসময় রুমী বড়ুয়া মোবাইল গেমস খেলছিলেন। একপর্যাযে স্বামী রিন্টু বড়ুয়া ছুরি দিয়ে গলার আঘাত করে স্ত্রীকে হত্যা করে।
এদিকে আজ সোমবার (৮ নভেম্বর) খুনের দীর্ঘ ৪ বছর পর ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রিন্টু বড়ুয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮