
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটা উনিয়নের পাইটটালিকুল নামক জায়গায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বাহিনীর সেকেন্ড ইন কম্যান্ড সফি অস্ত্রসহ গ্রেফতার।
সন্ত্রাসী ইসমাইল বিগত বিএনপি সরকারের আমলে রাঙ্গুনিয়ায় চুরি, ডাকাতি , চাঁদাবাজি , ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড তার বাহিনীর মাধ্যমে পরিচালিত করত, ২০০২ সালে বিএনপি কর্মী ভোলা সহ দুইজন বিএনপি কর্মীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে , ২০০৪ সালে RAB’র হাতে অস্ত্রসহ ধরা পড়ে সন্ত্রাসী ইসমাইল , সেকেন্ড ইন কম্যান্ড সফি সহ ইসমাইল বাহিনীর চারজন সন্ত্রাসী। পরবর্তীতে ২০০৬ সালে সন্ত্রাসী ইসমাইল , সফিসহ ইসমাইল বাহিনীর লোকজন দীর্ঘদিন প্রবাসে ছিল ,
৫ই আগস্টের পট পরিবর্তনের পর দেশে এসে আবারো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসতেসে , রাঙ্গুনিয়ার অবৈধ বালি উত্তোলন কে কেন্দ্র করে সন্ত্রাসী ইসমাইল বিশাল অস্ত্রধারী বাহিনী গড়ে তুলে , এই বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী ইসমাইল চাঁদাবাজি , ডাকাতি ও মাদক , অস্ত্র ব্যবসা পরিচালনা করতেছে , চাঁদা না দিলে কেউ এলাকায় থাকতে পারছেনা , চাঁদা না দিলে কেউ নতুন ঘর নির্মাণ করতে পারছেনা , অনেক অসহায় মানুষ , বিশেষ করে প্রবাসী নিজের এলাকার ঘর বাড়ি ছেড়ে অন্যত্র বাসা বাড়ি নিয়ে থাকতে বাধ্য হচ্ছে , ৫ই আগস্টের পর রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন এ সন্ত্রাসী ইসমাইল বাহিনী ছয়জন নিরীহ মানুষকে খুন করেছে , সাধারণ মানুষ অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে, এখন মানুষ খুন হওয়ার পর ও ভুক্তভুগী পরিবার গুলো জীবনের নিরাপত্তা হীনতায় কোন মামলা করেনা।