প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৮:৪৪ পি.এম
রংপুর থেকে লালমনিরহাটের দুই মাদক কারবারি ফেনসিডিলসহ গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দসহ লালমনিরহাটের দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩।
বুধবার-২৩ এপ্রিল- এই তথ্যটি নিশ্চিত করেছেন
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক-মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝৈল বড়ডাঙ্গা এলাকার মো. মোজাফ্ফর আলির ছেলে মো. আ. রহিম -৩৫- ও একই এলাকার মো. ময়নাল সেখের ছেলে মো. বাবুল-৩২-।
র্যাব জানায়, বুধবার রাতে রংপুর জেলার হরিদেবপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পাগলাপীর বাজার সংলগ্ন পাগলাপীর মাজারের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে র্যাব -১৩, সদর কোম্পানি রংপুরের একটি অভিযানিক দল। সেখানে একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দসহ উল্লিখিত মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২