শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেড়শতাধিক দেশী-বিদেশী এনজিও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
মঙ্গলবার -৭ জানুয়ারি- উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত এনজিওসমূহের সমন্বয় সভায় মাত্র ৩০ থেকে ৩৫টি এনজিওর প্রতিনিধি অংশ নেন.
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনাদেরকে সুন্দর কর্মপরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। একই সাথে প্রশাসনিক নির্দেশনা মেনেই আপনাদের প্রকল্প পরিচালনা করতে হবে।”
যেসব এনজিও সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮