জামালপুর প্রতিনিধি ।।
১৮ দিন পর জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনার উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি সারিয়ে বৃহস্পতিবার সন্ধা থেকে কারখানায় সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান যমুনা সার সারখানা। গত ৫ ফেব্রুয়ারী রাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এ কারনে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ত্রুটি সারানোর ১৮ দিন পর ফের বৃহস্পতিবার বিকেলে শুরু করা হয়।
২০২২-২০২৩ ইং অর্থ বছরে বিসিআইসি যমুনা সার কারখানায় ২ লাখ ৬০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেধে দেয়। উৎপাদন হয়েছে ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন। মজুদ রয়েছে ৬১ হাজার ২৮৬ মেট্রিক টন।
এ ব্যাপারে কারখানার ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ক্রটি সারিয়ে ১৮ দিন পর কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮