বেনাপোল (যশোর) সংবাদদাতা:
যশোরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গতকাল রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার সময় যশোর টু মাগুরা মহাসড়কের মনোহরপুর এলাকায় সোহাগ পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহিবুর রহমান, সে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কুমিরা গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর'র উপপরিচালক আসলাম হোসেম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮