বিজয় চৌধুরী,
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকান মালিকরা। আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)–এর বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীরা মারাত্মক উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, নতুন এই ব্যবস্থার কারণে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন বিক্রি বাধাগ্রস্ত হতে পারে এবং পুরো বাজারে ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হবে।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর কার্যকর হলে অনেক সময় বৈধ ফোনও ‘নন-ভারিফায়েড’ দেখাতে পারে। এতে দোকানিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং বাজারে ক্রেতার আস্থাও কমে যাবে। এসব কারণ দেখিয়ে তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠক করার দাবি জানান। দাবি মানা না হলে দোকান বন্ধ ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অবরোধ শুরু হতেই যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কুড়িল-বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন গাড়িতে।
অবরোধ চলাকালে ব্যবসায়ীরা পার্কের মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তাদের দাবি— যতক্ষণ পর্যন্ত সরকার আলোচনায় না বসবে এবং তাদের উদ্বেগ দূর না করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।
সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও দুপুরের এই বিক্ষোভের কারণে পুরো এলাকায় দিনের বেশিরভাগ সময় যানজট স্থায়ী হয়।
এ বিষয়ে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ শহরটা পুরো থমকে ছিল। বাস–গাড়ি কোনোটাই ঠিকমতো চলছিল না। অফিস-স্কুল সবকিছুতেই দেরি হয়েছে।”
ব্যবসায়ীরা জানান, সরকারের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮