দাউদ রানা - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জের চৌহালীতে শনিবার (২৮আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আলোচনা করেন এবং অনুষ্ঠিত অনুষ্ঠান আয়োজন করেছে স্থানীয় মৎস্য দপ্তর।
মৎস্য কর্মকর্তা তার লিখিত বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে মৎস্য সপ্তাহ পালনের বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। আমাদের স্বাধীনতার ২ বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় বলেন, মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মূদ্রা
অর্জনকারী সম্পদ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে আমাদের বর্তমান প্রধান
মন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন।
তাইএবারের শ্লোগান হচ্ছে, “ বেশি বেশি মাছ চাষ করি , বেকারত্ব দূর করি "। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি,সমৃদ্ধি ও সর্বোপরি দারিদ্র দূরীকরণে মৎস্য খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ ৷ অত্র উপজেলার মানুষের মাঝে মাছ চাষের আগ্রহ দিনদিন বেড়েই চলছে। ধানের সাথে মাছ চাষ শুরু হওয়ার পর অধীক লাভ দেখে কৃষকরা এখন আর ধান চাষ না করে নিবিড় মৎস্য চাষ করা শুরু করেছে। এ উপজেলায় ৯টি প্লাবন ভূমি ও ৪শত ৬৫টি পুকুর আছে। এছাড়া ১৩টি খাল ও ৯টি বরোপিট রয়েছে। আমরা মাছ চাষে আগ্রহ সৃষ্টিতে সদা প্রস্তুত রয়েছি।
এ উপজেলার মাছের চাহিদা পুরুণ করে বাহির উপজেলায় মাছ সরবরাহ করতে সক্ষম হয়ে উঠেছে। আসুন আমরা সবাই মৎস্য আইন মেনে চলি , দেশের সম্পদ রক্ষা করি। তাহলে আমাদের মাছে ভাতে বাঙ্গালী প্রচীন সেই প্রবাদটির বাস্তবে রূপদান করতে পারবো। আগামী প্রজন্মের জন্য আমিষের চাহিদা পুরুন করে মেধা সম্পন্ন জাতি গঠনে মৎস্য সম্পদের ভুমিকা অপরিসীম ৷
এসময় প্রধান অতিথি ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার, উপজেলা আ'লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদ,ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, আব্দুল্লাহ-আল মূতি, উপজেলা কর্মরত সাংবাদিক মাহমুদুল হাসান (যমুনা প্রবাহ) ,আব্দুল লতিফ (মাইটিভি),মো: রোকনুজ্জামান রকু (যায়যায়দিন +আমার সংবাদ),আবু দাউদ রানা (সরেজমিন),আল ইমরান মনু (আজকের পত্রিকা),ইমরান হোসেন আপন (দেশ নিউজ ৭১) , ফরহাদ হোসেন ( গ্রামীন বার্তা ) আলমগীর হোসেন ( আজকের জনবানী) ও নবীন সাংবাদিক তানভীর শাকিল জয় প্রমুখ ৷
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮