মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম বলেছেন, মোরেলগঞ্জ উপজেলা খাউলিয়া ইউনিয়নের নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ । কারচুপি কিংবা প্রকাশ্যে ভোট দেয়ার কোন সুযোগ নেই। আপনারা এসব উড়ো কথায় কান দিবেননা।
সোমবার বিকেলে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা নির্বাচন উপলক্ষে এ এলাকায় বহিরাগত তাদের এলাকা ত্যাগ করতে হবে। নির্ভয়ে যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে । যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাাচিত করুন। ইউনিয়নে শৃঙ্খলা রক্ষায় ও ভোট কেন্দ্রে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোন পক্ষকে ছাড় দেয়া হবেনা। মাদক নিয়ন্ত্রনে পুলিশ থাকবে জিরো টলারেন্সে।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন। তিনি এ ইউনিয়নের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন। কেউ যেন আইন শৃঙ্খলা ভঙ্গ না করি ।
মোরেলগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের প্রার্থী মাষ্টার সাইদুর রহমান, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, জাপার প্রার্থী আবুল হোসেনসহ ওই ইউনিয়নের সকল মেম্বর প্রার্থীসহ এলাকার জনসাধারণ উপস্থিত থাকে।
তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২য় ধাপের নির্বাচনে পুনরায় নৌকা মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক চেয়ারম্যান মাষ্টার আবুল খায়েরের মৃত্যুজনিত কারনে এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ঘোষনা হয়েছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮