প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৩৮ এ.এম
মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা।।

পাবনা প্রতিনিধি।।
ঢাকার সাভারে মায়ের সঙ্গে অভিমান করে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে পৌরসভার পাঁচদাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরীর নাম মোছা. তানহা -১৩-। সে পাবনার সুজানগর উপজেলার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান- নিহতের বাবা সিলেটে থাকেন। মা মোসাম্মৎ তানিয়া আক্তার দুই সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
মঙ্গলবার -১৯ নভেম্বর- রাতে মা মেয়েকে বকা দেন। এর জেরে মায়ের ওপর অভিমান করে বুধবার -২০ নভেম্বর- দুপুরে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানহা।
এ সময় আত্মহত্যার ঘটনা ধারণ করতে সে মোবাইল ফোনের ভিডিও চালু রাখে।
দুপুরে খাবারের সময় মা তানিয়া আক্তার বাসায় এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় জানালা দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখেন মেয়ে তানহাকে।
সাভার মডেল থানার উপপরিদর্শক -এসআই- মুতাসিন আহম্মেদ জানান- মা একটু শাসন করায় অভিমানে কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেওয়ার আগে মোবাইলের ভিডিও চালু করে রাখে সে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২