
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
নরেন্দ্র মোদি সরকারের ‘শ্রমিক ও কৃষকবিরোধী এবং করপোরেটপন্থী’ নীতির প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে ভারত বন্ধ শুরু হয়েছে। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনের যৌথ ফোরাম এই বন্ধের ডাক দিয়েছে। শ্রম আইন সংস্কার, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং গ্রামীণ অর্থনীতির দুর্দশার বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছে।
বন্ধের কারণে পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, ঝাড়খন্ড, ওডিশাসহ বিভিন্ন রাজ্যে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ওডিশার খুরদায় জাতীয় সড়ক অবরোধ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ট্রেন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
এআইএনটিইউসি, এআইটিইউসি, সিআইটিইউসহ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো বন্ধে অংশ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, কয়লা খনি, ডাক বিভাগ ও পরিবহন খাতের কাজকর্মও বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ খাতে ২৮ লাখ শ্রমিক বন্ধ সমর্থন করায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফোরামের দাবি, সরকার করপোরেট স্বার্থে নীতি নিচ্ছে, শ্রমিক ও কৃষক স্বার্থ উপেক্ষিত। ১৭ দফা দাবি জানিয়েও কোনো ফল না মেলায় এই বন্ধের ডাক দেওয়া হয়েছে।