কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা মেহেদি হাসান গ্রেফতার হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) রামু উপজেলার গর্জনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত
মেহেদি হাসান রামু উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়ার ভান্ডারি আবু তাহের প্রকাশ ব্ল্যাক তাহেরের পুত্র।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ছাত্রলীগ নেতা মেহেদি হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে মেহেদি হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে'।
পুলিশ জানায়, ২০২১ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় মেহেদি হাসানসহ দু'জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়। ওই মামলায় চট্টগ্রামের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮