মোঃ রুবেল খাঁন ,
মোংলা বাগেরহাট।।
মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের এমটি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে।
১৮ ডিসেম্বর শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান।
তিনি জানান, ১৮ ডিসেম্বর শনিবার সকাল আটটা ৪০ মিনিটে বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় একটি তেলের ট্যাংকারে দুর্ঘটনা ঘটে।
এসময় ট্যাংকারটি মূল চ্যানেলের বাহিরে গিয়ে ওই এলাকায় রেক ওসান ওয়েবের সঙ্গে সামনের অংশে ধাক্কা দেয়।
এমটি মনোয়ারা ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেডের আবুল কালাম বলে জানা গেছে।
তিনি আরো জানান, ওই রেকে ধাক্কা লাগলে ট্যাংকারটি ছিদ্র হয়ে যায়। মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তবে ট্যাংকারটির তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে।
দুর্ঘটনার বিষয়টি বন্দরের হিরণ পয়েন্ট পাইলট স্টেশন খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুবলা স্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মুনসুর আলীকে জানানো হয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে অবস্থান করছে।
দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে।
তবে দুর্ঘটনার শিকার ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এদিকে মালিক পক্ষ জানিয়েছেন, ওই তেলের ট্যাংকারের মজুদ থাকা তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের পর দুর্ঘটনা কবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে।
সূত্র জানায়, ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮