মোঃ রুবেল খান, মোংলা প্রতিনিধি।।
মোংলায় পুলিশের হাতে আটক দুই মাদক সেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড ও অর্থ জরিমানা করা হয়েছে।রবিবার (২৭ জুন) রাত ৯ টায় পৌর শহরের মাছমারা এলাকা থেকে আলামিন ওরফে হিরু(৩০)ও বাদল (২১) নামের দুই ব্যাক্তিকে গাজা সেবনের সময় আটক করে মোংলা থানা পুলিশের এ এস আই রাসেল ও এ এস আই আবুল হোসেন।পরে রাত ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নয়ন কুমার রাজবংশী,মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদক সেবীকে সাজা প্রদান করেন।এসময় আলামিন ওরফে হিরু (৩০) কে২৫ দিনের কারাদন্ড এবং ১০,০০০/- অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড।এবং মো: বাদল (২১)৬ দিনের কারাদন্ড এবং ৩,০০০/- অর্থদন্ড অনাদায়ে ১ দিনের বিনাশ্রম কারাদন্ডের সাজা দেয়া হয়।আলামিন ওরফে হিরু মাছ মারা এলাকার ফিরোজ তালুকদারের সন্তান আর একই এলাকার সেন্টু মিয়ার সন্তান বাদল।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, সাজাপ্রাপ্ত দুই মাদক সেবীকে সোমবার (২৮ জুন) সকালে বাগেরহাটে জেল হাজতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮