প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:০৭ পি.এম
মোংলায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার -১০ মার্চ- দুপুরে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মোংলা থানা ছাত্রদলের সদস্য সচিব নাসির মুসাল্লি, মোংলা পৌর ছাত্রদলের সদস্য সচিব সাগর মীর, মোংলা কলেজ ছাত্রদলের সদস্য মো: ইউসুফ পারভেজ সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, নিপীড়নসহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।
বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গঠন করার দাবী জানান তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২