প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:০৬ পি.এম
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোষ্টগার্ড। শুক্রবার -১১ এপ্রিল- রাত ১০টায় এ অভিযান চালানো হয়।
শনিবার -১২ এপ্রিল- দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোন -মোংলা- মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া একটি টহল দল মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধারসহ শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এ কর্মকর্তা।
জব্দকৃত এসব চামড়া, মাংস ও কাঠের বোট নন্দবালা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ড এ কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২