মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাহাজ শেখ (৪২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
সে শহরের শেখপাড়ার মৃত শুকুর শেখের ছেলে। মেহেরপুর-কাথুলী সড়কের বেড়পাড়া নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান জানান, শহরর বেড়পাড়ার একটি গোলি থেকে ভ্যান নিয়ে আবু তাহের মেহেরপুর-কাথুলী সড়কে উঠছিলো।
এ সময় বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাহাজ উদ্দীন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।
পুলিশ ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮