প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১১:২৪ এ.এম
মেহেরপুরে শিক্ষক সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত।।

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর সদর উপজেলার আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপার ভাইজারগণদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -৩১ অক্টোবর- সকাল ১০ টার দিকে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন- মেহেরপুর সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আকতার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো. সুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।
সভায় প্রধান অতিথি জরায়ু মুখের ক্যান্সার থেকে কিশোরীদের সুরক্ষায় টিকা দিতে শিখন কেন্দ্রের ছাত্রীদের রেজিষ্ট্রেশন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতা তৈরিতে কাজ করতে পরামর্শ প্রদানসহ পলিথিন না ব্যবহারে সকলকে পরামর্শ দেওয়া হয়।
সভায় মেহেরপুর সদর উপজেলার সকল শিক্ষক ও সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২