জুরাইস ইসলাম মেহেরপুর।।
মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দিয়েছে পরিবেশ অধিদপ্তর সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও প্রমিকদের ।
সোমবার সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ার।
পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখার পরিচালক আতাউর রহমান সভাপতিত্বে প্রশিক্ষনে বিভিন্ন যানবাহন দ্বারা শব্দ দূষণ এর প্রভাব ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। এসময় সাংবাদিক,পরিবহন চালক ও শ্রমিকদের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দেন। জেলা প্রশাসনের আয়োজনে ও প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন মোটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮