প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১১:০৪ এ.এম
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক।।
স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ১টি ওয়ান শুটার গান- ২ রাউন্ড গুলি- দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল -৫০- নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
রোববার -১৭ নভেম্বর- মধ্যরাত ১ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা অবধি অভিযান চালিয়ে নিজ বাড়ি লক্ষ্মীনারায়নপুরে অভিযান চালিয়ে টুটুলকে আটক করা হয়। আটককৃত আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষীণারায়নপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।
জানা যায়- টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ীর উঠানে ধনচে গাদার নিচ থেকে ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে ৪ টি দেশীয় অস্ত্র -হাঁসুয়া- কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ- ৯ প্যাকেট মাস কলাইয়ের বীজ- ১৫ বস্তা টিএসপি স্যার- ২০ পিস কম্বল- ২ টি সেলাই মেশিন- ৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন- র্যাপিড একশন ব্যাটালিয়ন -র্যাব-১২- মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে।
এদিকে আজমাইন হোসেন টুটুলকে আটককে কেন্দ্র করে এলাকাবাসীরা নানা প্রশ্ন তুলেছেন। এলাকাসীরা অভিযোগ তুলে জানান- টুটুলের বাড়ি থেকে নয় বরং কেউ অস্ত্র এনে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আস্থা রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এসময় এলাকাবাসীরা জানান- উদ্ধারকৃত সার টুটুলের চাষাবাদের জন্য কিনে রাখা হয়েছে। তবে বীজ ও কম্বল বিতরণের অপেক্ষায় ছিল। যেটি রোববার সকালে বিতরণের লক্ষ্যে অনেককেই অবগত করেছেন ইউপি সদস্য টুটুল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২