প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:৫৪ পি.এম
মেহেরপুরে ভূট্টা ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল), বিকেল ৩টার দিকে গাংনী উপজেলার গােপালনগর গ্রামের পুলতলার মাঠের জনৈক আব্দুল খালেকের ভূটা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
স্থানীয়রা জানান, গােপালনগর গ্রামের আব্দুল খালেক তার ভুট্টা ক্ষেত দেখতে এসে দুর্গন্ধ পান। এসময় ভূটা ক্ষেতের মধ্যে গিয়ে একজন যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত মরদেহটি পঁচে গলে গেছে। যে কারণে মরদেহটি কার বা কে তা সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। তবে সনাক্তের চেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২