প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৮:২৯ পি.এম
মেহেরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার আমদহ ইউনিয়নবাসীর পক্ষ থেকে।
শুক্রবার -২৪ জানুয়ারি- বিকেলের দিকে সদর উপজেলার রায়পুর ফুটবল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। রায়পুর গ্রাম বিএনপি'র আয়োজনে ও আমদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি খালেকুজ্জামান মজনুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন- মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত কমিটির সংবর্ধনা দেওয়া মানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া। তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন জনতার উপস্থিতি প্রমাণ করে এটি সঠিক সিদ্ধান্ত।
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে কোন ষড়যন্ত্রই পা না রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রকিবুল হাসান রিপনের সঞ্চালনায় মেহেরপুর জেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন-সাবেক সহ-সভাপতি এম এ কে খাইরুল বাশার- সাবেক সহ-সভাপতি আনছা-উল-হক- সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু- হাফিজুর রহমান হাফি- সহ-সভাপতি মীর ফারুক- সহ-সভাপতি ওমর ফারুক লিটন- জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ- সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন- জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল- সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম-জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা- জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী- জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু- পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন- সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান- আব্দুল লতিফ- মোশিউল আলম দিপুসহ বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২