প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৪:৫১ পি.এম
মেহেরপুরে জেলা বিএনপির কমিটি পূর্ণবিবেচনার দাবিতে গণমিছিল
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি।
রবিবার -২ ফেব্রুয়ারি- বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা শহরের কাথুলী রোডের জেড কে ফিলিং স্টেশন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা মেহেরপুর জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এর পূর্বে জেড কে ফিলিং স্টেশনের পাশে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, ১৬ বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না তারা আজ আহ্বায়ক কমিটিতে রয়েছে। এই আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে।
সভায় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা কেন্দ্রের কাছে আবেদন করেছি, আমরা এ কথা বলিনি কমিটি মানিনা, আমরা বলেছি কমিটি পুণর্বিবেচনা করেন। জনগণের মতামতের ভিত্তিতেই মেহেরপুর জেলার নেতৃত্ব গড়ে উঠবে। এ নেতৃত্ব আগামী দিনের নতুন বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাবেক পৌর বিএনপি'র সভাপতি এ্যাড: মকলেছুর রহমান স্বপন, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, গাংনী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২