জুরাইস ইসলাম,
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি ইটভাটায় সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এবং কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়।
ছয়টি ইট ভাটায় প্রত্যেককে আড়াই লাখ টাকা করে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ইট প্রস্তুত বিপনন করায় পরিবেশ অধিদপ্তরের ২০১৩ সংশোধীত ২০১৯ এর ৬ ধারায় জরিমানা করা হয়েছে।
ইটভাটাগুলো হচ্ছে- গাংনীর পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রীক্স, আরএসবি, ফাইফ স্টার, বামন্দীর এমএসআরএফএল, বিজিএল ও সিবিএল।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান। অভিযানে সহায়তা করেন পুলিশ সদস্যরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮