চঞ্চল,
সততা ও স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দিনমজুর, কৃষক ও রিকশাচালকের সন্তানসহ পিতৃহীন প্রার্থীরা চাকরি পেয়েছেন।
শুক্রবার জেলা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার জনাব মো: তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। যা স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ:
• মোট আবেদনকারীর সংখ্যা: ১৮৪8 জন
• ১ম দিনে অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা: ১১৭৫ জন ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৮৬০ জন
• ২য় দিনে অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা: ৮৪১ জন ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৫০৫ জন
• ৩য় দিনে অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা: ৪৯৭ জন ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৩৬৪ জন
• লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা: ৩৬২ জন ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৪৬ জন
• প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ১৭ জন
• অপেক্ষমাণ প্রার্থীর সংখ্যা: ৩ জন
জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে দিনমজুরের সন্তান ৭ জন, রিকশাচালকের সন্তান ০২ জন, কৃষকের সন্তান ০১ জন, ও পিতৃহীন ২ জনসহ নিয়োগ পেয়েছেন ড্রাইভার, পানের দোকানদার, শ্রমিকের সন্তানরা।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো প্রকার ঘুষ বা সুপারিশের সুযোগ ছিল না। তিনি বলেন, মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে অনেক দরিদ্র পরিবারের সন্তানরা এই চাকরি পেয়েছেন। এটি বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে।“
এই স্বচ্ছ প্রক্রিয়ার ফলে সাধারণ ও দরিদ্র পরিবারের অনেক মেধাবী সন্তান শুধুমাত্র যোগ্যতা ও মেধার জোরে চাকরি পেয়েছেন। এটি প্রমাণ করে যে, সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে মেধার মূল্যায়ন করা সম্ভব।
ফলাফল প্রকাশের সময় অনেক প্রার্থীর চোখে আনন্দ অশ্রু দেখা যায়। তারা জানান, ঘুষ ছাড়া চাকরি পাওয়া যাবে এমনটা তারা কল্পনাও করেননি। এমন একটি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য তারা লালমনিরহাট জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮