চঞ্চল,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের আলোরূপা মোড় সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘হামার বাড়ি’ কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবে|শের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে বলেন, “আজিজুর রহমান মুসাব্বির ছিলেন রাজপথের একজন নির্ভীক সৈনিক এবং জাতীয়তাবাদী শক্তির একনিষ্ঠ প্রাণপুরুষ। তাকে অত্যন্ত পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। “ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারা দেশে তীব্র আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালীন নেতাকর্মীরা মুসাব্বির হত্যার বিচার চেয়ে এবং এই নৃশংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
উপস্থিত নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বলেন যে, “রাজপথের ত্যাগী নেতাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮