মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকায় অবস্থিত মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল জাজিরা উপজেলা শাখার সভাপতি মোঃ সেকেন্দার মুন্সী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল বিলাসপুর ইউনিয়নের সভাপতি মোঃ হাবুল মুন্সী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি হিফজুর রহমান, প্রধান শিক্ষক ও মুহতামিম, মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা।
প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান তালুকদার রোকন বলেন, দ্বীনি শিক্ষা একটি জাতির নৈতিক ভিত্তি গড়ে তোলে। আজকের এই শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল শুধু একটি মাদরাসার কার্যক্রম শুরু নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা এলাকার শিশু-কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণ করতে পারি। মাদরাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সেকেন্দার মুন্সী বলেন, নূরানী মাদরাসা শিশুদের কোরআনের সঙ্গে পরিচিত করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকায় দ্বীনি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, একটি মাদরাসা শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মাদরাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। তিনি মাদরাসার সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমন্ত্রিত আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহবুব সাহেব, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা ইউনুছ সাহেব, হাফেজ মাওলানা জাফর আহমদ, মাওলানা নাইমুজ্জামান, মাওলানা খলিরুর রহমান, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ সাহেব, হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে নূরানী মাদরাসার ভূমিকা অপরিসীম। এই মাদরাসা এলাকার শিশু-কিশোরদের কোরআন ও ইসলামী শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮