সাকিব ফারহান
কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি।।
মুজিববর্ষ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সোমবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিটে বাটিকামারা যুব সমাজ এর আয়োজনে বাটিকামার তরুণ সংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে, মর্নিং বার্ড এফসি বনাম তালোয়া আদর্শ ক্লাব দুটি শক্তিশালী দলের মুখোমুখি ৪০মিনিট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুটি দল শূন্য শূন্য গোলে ম্যাচ ড্র করে, এরপর দুটি দলকে ট্রাইবেকার করানো হয় ট্রাইবেকারে মর্নিং বার্ড এফসি ০১ গোলে তালোয়া আদর্শ ক্লাবকে পরাজয় করে। মর্নিং বার্ড এফসি বিজয় লাভ করায় চ্যাম্পিয়ন কাপ ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয় তাদের হাতে, আদর্শ ক্লাব ০১ গোলে পরাজিত হওয়ায় রানারআপ কাপ ও নগদ তিন হাজার টাকা তুলে দেয়া।
প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল মান্নান খান,চেয়ারম্যান কুমারখালী উপজেলা, বিশেষ অতিথি আব্দুল মজিদ চেয়ারম্যান ৪নং ইউনিয়ন পরিষদ, জনাব মিজানুর রহমান জুয়েল যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কুমারখালী উপজেলা আওয়ামী লীগ, জনাব দিপক কুমার বিশ্বাস, জনাব মোঃ আব্দুল হান্নান, হাজী মোঃ রেজাউল করিম ভাষনী, জনাব বাদশাহ আলমগীর,ও মুজিব বর্ষ মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2021 এর সভাপতি এনামুল হক রেন্টু, রমনী গোল্ড হাউজ প্রো: বেনজির আহমেদ ও মৌমিতা লুঙ্গী প্রো: রুবেল মোল্লা সার্বিক সহযোগীতায়।মুজিববর্ষ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে সবার জন্য পিকনিকের অনুষ্ঠান আয়োজন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮