মোঃ সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী (৭০) জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ শে জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলার মিনি স্টেডিয়ামে এ জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় বীর মুক্তিযোদ্ধার ওসিয়ত অনুযায়ী ইমামতি করেন ঠাকুরগাঁও ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল হাকিম।
জানাজা শুরুর আগে হরিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযায় বক্তারা বলেন, সোলায়মান আলী মহান মুক্তিযুদ্ধে মরহুমের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তার সাহস ও আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, মরহুম মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর জামাতা রাব্বু সরকার জানান, গতকাল রাত ১২ টার দিকে তিনি হঠাৎ অসুস্থতাবোধ করার পর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী হরিপুরের বাসিন্দা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক। তিনি
১৯৭১ সালে হরিপুর এলাকায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন। বিশেষ করে যুদ্ধের শুরুর দিকে বাঙালি ইপিআর সদস্যদের আশ্রয় প্রদান এবং স্থানীয়ভাবে যুবকদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর এবং তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮