সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় ২০ হাজার টাকায় রফদফা করেছে মসজিদ কমিটি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দানবাক্স থেকে টাকা চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত তরুণের নাম সাকিব মিয়া। সে পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়া এলাকার লাবলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সেলিম মিয়া জানান, আটককৃত এই ছেলে আরো কয়েকবার মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করে বলে সে স্বীকার করে। এর আগে সে মির্জাপুর বাজারে অবস্থিত কাউসারের কসমেটিক্সের দোকানে কর্মরত ছিল। সেখানেও অপকর্মের কারণে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়।
ছেলেটি মাদকাসক্ত বলে মির্জাপুর বাজারের কয়েকজন জানান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দান বাক্সের টাকা চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করা হয়। পরে শনিবার বাদ যোহর নামাজের শেষে কমিটির সিদ্ধান্তে ২০ হাজার টাকা জরিমানা ধরে নগদ অর্থ আদায় করা হয় বলে নিশ্চিত করেছেন মুয়াজ্জিন সেলিম মিয়া। পরে মানবিক দিক বিবেচনা করে পরিবারের অনুরোধে আটককৃত সাকিবকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮