সীমান্ত দাস মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষকদের নিয়ে এই মতবিনিময় সবার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সমিতির নিজস্ব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী বানিয়ারা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার মান উন্নয়নে সাফল্য অর্জনকারী আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮