মোঃরুবেল মিয়া, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে বহন করে বিক্রি করায় সেলিম মিয়া নামে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মাসুদুর রহমান
জানা গেছে- বেশ কয়ক দিন ধরে উপজেলার অভিরামপুর গ্রামের হাজী তহুর উদ্দিনের ছেলে সেলিম মিয়া রাতের আধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটিকেটে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে বিচারক মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন।
এসময় মাটি ভর্তি ট্রাকসহ হাতেনাতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮