সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে 'পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP) স্কিম'-এর আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, আলিম ও দাখিল মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের মোট ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল, ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওসমান গনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮