সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারি শিক্ষক হাজিব আল মনসুর ও আলো রানী পোদ্দারকে বিদায় জানানো হয়। তবে অসুস্থতার জন্য আলো রানী পোদ্দার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহিনুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষক সুজয় বিশ্বাস, শিক্ষার্থী অর্পণ, সাবিহা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার প্রমুখ বক্তৃতা করেন।
বিদায়ী বক্তৃতায় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, তাঁর শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী নানা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে স্কুলের সুনাম বাড়িয়েছে। ভবিষ্যতে এ সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
প্রধান অতিথি বলেন, ‘বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি শিক্ষককে ভাল শিক্ষার্থী তৈরি করতে যেমন পরিশ্রম করতে হবে। তেমনি শিক্ষার্থীদেরও নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পরিশ্রম করতে হবে।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮