স্টাফ রিপোর্টার, নাদিম সরকার
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে আজ মিরপুর জোনে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এসময় তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।
মিরপুরের রুপনগর ও মিল্ক ভিটা রোডের চারটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রুপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি- দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি- আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়।
অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১৫০০ সিএফটির ২টি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ার এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে।
এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত ৪ -চার- ইঞ্চি বিতরণ লাইন হতে ২ -দুই- ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮