লালমনিরহাটের হাতীবান্ধায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর -মাস্টার্স- পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেন কুড়িগ্রামের হাজেরা খাতুন নামে এক নারী শিক্ষার্থী। এরপর তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেন।
হাজেরার ৫ -পাঁচ- বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুরের বজরা ইউপির চরবজরা এলাকার আব্দূর রশিদের সাথে। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা সর. আলিমুদ্দিন কলেজ থেকে এবার মাস্টার্স -লিখিত-পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা যায়, হাজেরা সংসার সামলানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান। তিনি স্বামীর বাড়ি থেকে অনার্স-সম্মান-শ্রেণিতে পড়েন।
আনন্দিত স্বামী রশিদ বানান, “কেন্দ্রে পৌঁছানোর আগে আমার স্ত্রীর ব্যথা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে জানানো হয়। তারা হাসপাতালে এসে পরীক্ষা নেন। আমাদের একটি মেয়ে আছে, আজকে একটি ছেলে সন্তান পেয়েছি।আমি অনেক খুশি ।সবার প্রতি আমরা কৃতজ্ঞ ।”
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হক বলেন, “বিষয়টি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছি। হাজেরার হাসপাতালে ভর্তির বা সেখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও - ডা. আনারুল হক বলেন, হাজেরার নরমাল ডেলিভারি হয় । তিনি ছেলে সন্তান প্রসব করেন। মা ও শিশুর সুস্থতার বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮