তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
সারাদেশে মাসব্যাপী গাছ সুরক্ষা কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক "সার্বিক" মো. মাহবুবুর রহমান।
১৯ মার্চ "বুধবার" সামাজিক বনবিভাগ রংপুর এর উদ্যোগে জেলা সদরের বিভিন্ন জায়গায় গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক অপসারণ করে এই কর্মসূচি শুরু করা হয়।
সামাজিক বন বিভাগ জানায়,, সড়কের পাশে অবস্থিত গাছগুলোতে বিজ্ঞাপন দাতা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিষ্ঠুরভাবে পেরেক ঠুকে তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার লাগান। এহেন কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। এই কারণে গাছগুলো পড়ছে ঝুঁকির মুখে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়ছে। যা মানবজাতির জন্য কল্যাণকর নয়। এই কারণেই বিভিন্ন এলাকায় গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক অপসারণ করা হচ্ছে। এছাড়াও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন সামাজিক বনায়ন জোন, কুড়িগ্রাম’র সহ- বন সংরক্ষক মোহাম্মাদ রাশিদ আরিফ, লালমনিরহাট সামাজিক বনায়ন,নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জেলার বিভিন্ন উপজেলার বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮