দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
মার্কিন এয়ারলাইন্সগুলোর বিপর্যয়ের আশঙ্কা - ফাইভ জি প্রযুক্তি ।
এয়ারলাইন্স ও বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হুঁশিয়ারি: বিমানবন্দর সংলগ্ন এলাকায় মোবাইল অপারেটররা ফাইভ জি প্রযুক্তি নিয়ন্ত্রণ না করলে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানের উচ্চতা পরিমাপের ক্ষমতায় সরাসরি আঘাত আনতে পারে ফাইভ জি।
ফাইভ জি প্রযুক্তি নিয়ে বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইন্সগুলো।
এয়ারলাইন্স ও বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হুঁশিয়ারির মুখে দু’বার মার্কিন টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি এবং ভেরাইজনের নতুন ফাইভ জি প্রযুক্তি চালু করা পিছিয়ে দিয়েছিলো।
মার্কিন এয়ারলাইন্স প্রতিষ্ঠান গুলোর দাবি: দেশের সর্বত্র ফাইভ জি চালু হোক, তাতে সমস্যা নেই। শুধু বিমানবন্দরের দুই মাইলের আশপাশে যেন ফাইভ জি চালু না হয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটর জানিয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৮টি বিমানবন্দরের মধ্যে ৪৮টির ক্ষেত্রে ফাইভ জি’র প্রভাব পড়বে। এয়ারলাইনগুলোর আশঙ্কা, যন্ত্রাংশের সমস্যায় বেশ কয়েকটি বিমানের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বার্ষিক ১৫ হাজার বিমান চলাচলে সমস্যা হলে ১২ লাখ ৫০ হাজার যাত্রীর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮