দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ বসবাস করছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। মাঝেমধ্যে কাজের প্রয়োজনে দেশে এলেও, এবার এসেছিলেন একেবারে চুপিসারে—না কোনো প্রচার, না কোনো জনসমাগম।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর জানান, ২৮ মার্চ তার মায়ের শারীরিক অবস্থা হঠাৎই গুরুতর হয়ে পড়ে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন তিনি। সেই মুহূর্তে সিডনি থেকে এক কাপড়েই টিকিট কনফার্ম করে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে।
নায়িকা বলেন, “পুরোটা সময় যে কীভাবে কেটেছে, বোঝাতে পারব না। ঢাকায় এসে দেখি চিকিৎসকেরা শুধু টেস্টের পর টেস্ট করিয়ে যাচ্ছেন। আম্মাকে হাসপাতালে ভর্তি করতে বললেন, কিন্তু আমি কোনোভাবেই সন্তুষ্ট ছিলাম না। আমি সিদ্ধান্ত নিই, মাকে দেশে রাখব না। ঢাকায় পৌঁছেই কয়েক ঘণ্টার মধ্যে মাকে নিয়ে সিডনির পথে রওনা দিই।”
এই পুরো সফরে ঢাকায় তার অবস্থান ছিল মাত্র আট ঘণ্টা। তারপরই মা ও মেয়ের একসঙ্গে ফিরে যাওয়া অস্ট্রেলিয়ায়। সিডনিতে ফিরে শাবনূরের মা দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এবং এখন তিনি পুরোপুরি সুস্থ—এমনটাই জানালেন তারকা কন্যা।
এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, মায়েরা সন্তানদের জন্য যেমন সারা জীবন লড়ে যান, ঠিক তেমনি সন্তানরাও প্রয়োজন হলে সবকিছু পেছনে ফেলে ছুটে যান মায়ের জন্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮