প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৩:৫৭ পি.এম
মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচার বার বার লঙ্ঘিত হয়েছে-মোস্তফা কামাল।।
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম-প্রতিনিধি।।
আইপিএসপিজে- এশিয়া-বাংলাদেশ-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সৈয়দ মোস্তফা আলম
মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচার বার বার লঙ্ঘিত হয়েছে।
সোমবার - ১৬ ডিসেম্বর- সকাল ১১টায় সময় মহান বিজয় দিবস উপলক্ষে আইপিএসপিজে, এশিয়া-বাংলাদেশ-এর উদ্যোগে আলোচনা সভা আইপিএসপিজে-এর কেন্দ্রীয় নেতা এস এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিএসপিজে-এর বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ আমির হোসেন খান, কেন্দ্রীয় নেতা এডভোটেক রাজীব দাশ, মঈন উদ্দীন আহমদ, ইঞ্জিনিয়ার মো. আবু তৈয়ব, অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ প্রমুখ। বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। এর পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ হিসেবে দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। স্বাধীনতার ৩ বছরের মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা পর্যায়ক্রমে খর্ব হয়েছে।
একইভাবে ২০০৮ সালের পরবর্তী সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে মানবাধিকারকে পদদলিত করে স্বৈরাতান্ত্রিকভাবে দেশের সর্বক্ষেত্র লুণ্ঠন করা হয়েছে। মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচার বার বার লঙ্ঘিত হয়েছে। তাই আগামীতে যাতে সকল অনিয়ম পরিহার করে সম্পূর্ণ গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষায় সকল পর্যায়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এস এম কামরুল ইসলাম বলেন, আগামীতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২