শ্রীলংকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’–র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের কারণে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশক্রমে এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে, বাংলাদেশ বিমান বাহিনী ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে একটি সি-১৩০জে পরিবহন বিমান পাঠায়। বিমানে প্রায় ১০ টন ত্রাণসামগ্রী বহন করা হয়, যার মধ্যে তাঁবু, শুকনো খাবার, মশারী, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং জরুরি ঔষধ অন্তর্ভুক্ত ছিল।
এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিমানটি কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
উল্লেখ্য, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পর বিমানটি একই দিন বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশের এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, যা প্রতিবেশী দেশের প্রতি মানবিক সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮