প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৭:৪৩ পি.এম
মাদ্রাসার সাধারণ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ধনবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
![]()
বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মাদ্রাসার সাধারণ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ধনবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ধনবাড়ী আলিম মাদ্রাসা হলরুমে ধনবাড়ী উপজেলা শাখার আহবায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মো: ইউনুছ আলীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ধনবাড়ি উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং জেলা সাধারণ সম্পাদক মো.এলিন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এবং জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম.শামীম। তিনি বলেন, ২০১৩ সালে জনাব মো.হারুন অর রশিদ স্যার, মাদ্রাসার সাধারন শিক্ষকদের স্ব-পক্ষে যৌক্তিক দাবী সূমহ সরকারের নিকট উপস্থাপন করার জন্য বিএমজিটিএ প্রতিষ্ঠা করেন।
সাধারন শিক্ষকদের দাবী আদায়ের একমাত্র প্লাটফর্ম বিএমজিটিএ।
শিক্ষা ব্যবস্হা জাতীয় করন , অধ্যক্ষ/ উপাধ্যক্ষ / সুপার /সহ সুপার পদে এ্যারাবিক এবং জেনারেলের মধ্য থেকে পদায়নের মাধ্যমে শূন্য পদ পূরণ,সহকারী অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, শিক্ষক দের অষ্টম গ্রেড প্রদান, ২৫% হারে বাড়ী ভাড়া, যৌক্তিক চিকিৎসা ভাতা, উচ্চতরস্কেল,টাইম স্কেল,এবং পদায়ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে প্রদানের ব্যবস্হা করার আহবান জানান। অনুষ্ঠানের
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো.এলিন তালুকদার। প্রধান বক্তা যুগ্ম মহাসচিব মো.আজহারুল ইসলাম মুক্তার বলেন, বিএমজিটিএ দীর্ঘ দিন যাবৎ ইএফটি তে শিক্ষকদের বেতন প্রদানের জন্য দাবী করে আসছে অবশেষে বর্তমান সরকার দাবী বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে, এই ক্ষেএে কোন শিক্ষক কর্মচারী যেন হয়রানির স্বীকার না হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমজিটিএ জেলা সহ সভাপতি গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ, জাসাস এবং ফারিয়া গোপালপুর সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, সেচ্ছাসেবক দলের গোপাল পুর শাখার যুগ্ম সম্পাদক মো.মুনছুর আহমেদ ,যুগ্ম সম্পাদক,মো.আব্দুর রউফ, শরিফুজ্জামান, মো.আশরাফ আলী,অধ্যক্ষ রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষক সমিতি ধনবাড়ি সহ সভাপতি মো: আমজাদ হোসেন,খন্দকার মিনহাজ উদ্দিন,মো.আব্দুল্ল্যাহ,জাকারিয়া, নিজাম উদ্দিন, আইবিডেজি মো.মনিরুজ্জামান প্রমূখ।
ধনবাড়ী উপজেলা শাখার পরবর্তী দুই বছরের জন্য উপস্হিত শিক্ষকদের কন্ঠভোটে জনাব মো.নাজিম উদ্দিন সভাপতি এবং মো.ইউনুস ইসলাম কে সাধারণ সম্পাদক ও আঃ রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২