প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৭:৫০ পি.এম
মাদক কারবারীকে যাবজ্জীবন: পুলিশের কঠোর অবস্থানের প্রমাণ

চঞ্চল,
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মোঃ মহুবার রহমান নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত মহুবার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রায়ে আরও স্পষ্ট করে বলা হয়েছে, অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ৬ মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
লালমনিরহাট পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম এই রায়কে জেলা পুলিশের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এছাড়াও মাদকমুক্ত লালমনিরহাট গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করা হয়েছে, যাতে সমাজের এই ব্যাধি নির্মূল করা যায়।
এদিকে সচেতন নাগরিকদের মতে, এই ঘটনা জানান দেয় যে মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। তারা এই সাফল্যে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২