 
     মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ — স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন; পাশাপাশি ডিসি অফিসের সামনের সড়কের একাংশ অবরোধ করা হয়। সংগঠনের প্রতিনিধিরা দাবি করেন — ১০দিন আগে (২০ অক্টোবর) স্মারকলিপি ও একটি তালিকা দেওয়া হয়। দেওয়া মাদকের তদন্তবিষয়ক গোপন তালিকা ফাঁস হওয়ার পর থেকে মাদক কারবারীরা হুমকি ও হত্যা-চেষ্টা, চাঁদাবাজি ও অপপ্রচারের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট মাদককারবারিদের গ্রেফতার ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি তোলে।
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, তিনি বলেন, “আমার জীবন দিয়ে হলেও ফতুল্লা থেকে মাদক নির্মূল করবো।” আরও অভিযোগ করেন, গোপনীয়তা বজায় রেখে প্রশাসনকে দেওয়া তালিকা কীভাবে বাইরের লোকদের কাছে চলে গেল — এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং এটি তদন্তের দাবি রাখেন তিনি।
তালিকা ফাঁস: অভিযোগ ও উদ্বেগ
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে মাদককারবারিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা গোপনীয়ভাবে প্রদান করা হয়। কিন্তু কিভাবে তালিকাটি বাহিরে প্রকাশ পাওয়ায় তৎপর মাদকচক্রের সদস্যরা তালিকাভুক্ত নেতাদের বিরুদ্ধেই হুমকি-ধামকি ও হামলার চেষ্টা শুরু করেছে। সংগঠনের নেতারা জোর দিয়ে বলেন, এমন গোপনীয় তথ্য কীভাবে প্রশাসনের হাত থেকে ফাঁস হলো — এ বিষয়ে স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।
প্রশাসনের প্রতিক্রিয়া:
মানববন্ধনে উপস্থিত সবার সাথে দেখা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল-মেহেদী। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার সময় বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন এবং জানান, গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে; নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে জানালে তাদের কাছে কপি দিলে তারা ব্যবস্থা নেবেন। তবে হুমকিকারী বা তালিকা ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত নির্দিষ্ট গ্রেফতারির তথ্য দেননি প্রশাসনিক প্রতিনিধিরা।
মানববন্ধনকারীদের দাবিসমূহ
মানববন্ধনে অংশ নেওয়া স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে মূলত নিম্নলিখিত দাবি জানানো হয় —
• আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হোক।
• তালিকা ফাঁসের ঘটনা ও গোপনীয় তথ্য লিক হওয়ার বিষয়টি তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হোক।
• মাদকবিরোধী আন্দোলনে যারা জড়িত, তাদের নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন নিশ্চিত করুক।
• হুমকি-ধামকি, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
অবস্থান ও অংশগ্রহণ
মানববন্ধনে ফতুল্লার কয়েকশ সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিক্ষোভ পরিচালনা করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা ও মাদকমুক্ত ফতুল্লার দাবি দুই হাত তুলে ধরে পুনরায় জোরালোভাবে জানান।
ফতুল্লা অঞ্চলে গত কয়েক বছর ধরে মাদকবাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ ছিল। এ নিয়ে বারবার জনসংযোগ, অভিযোগ ও স্মারকলিপি জমা হলেও কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে জনজীবনে অস্থিতিশীলতা বেড়েছে — এমনটাই অভিযোগ উঠেছে সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর থেকে। তালিকা ফাঁস হওয়ার ঘটনায় এখন সংস্থাটি প্রশাসনকে সময়সীমা দিয়ে ত্বরিত পদক্ষেপ দাবি করেছে।
সংগঠনের নেতা-নেত্রীরা সতর্ক করে বলেন— নিরাপত্তাহীনতা ও তালিকা ফাঁসের ঘটনায় যদি দ্রুত ও স্বচ্ছ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন ও আইনশৃঙ্খলা খণ্ডনে জনআন্দোলনের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মাসুদ আহমেদ রাজ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজ সহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮