
চঞ্চল,
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে এক সফল অভিযান চালিয়েছে। মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় পরিচালিত এই অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮৭ হাজার টাকা।
বিজিবির ভাষ্যমতে, গোপন সূত্রে তারা জানতে পারে যে মাদক পাচারকারীরা ওই এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে গাঁজা উদ্ধার করা হয়।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সাথে তিনি মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।