প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৪, ২:২৩ পি.এম
মাত্র ৭ মাসে পবিত্র কোরআনে হাফেজ রামগঞ্জের ফাহিম।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী ওমর ফারুক ফাহিম। ফাহিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়ার -সাবেক মনিকানন- মাদ্রাসার ছাত্র।
কুরআনে হাফেজ সম্পন্ন করা ফাহিম উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বেপারী বাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।
ফাহিমের বাবা মিজানুর রহমান বলেন- আমার স্বপ্ন ছিল ফাহিম পবিত্র কোরআন মুখস্ত করবে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি।
মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মোঃ ইউসুফ বলেন- ফাহিম খুব অল্প সময়েই তার তুখোর প্রতিভা দেখিয়েছেন। ফাহিমের প্রতিভা এবং আমাদের নিরলস প্রচেষ্টায় মাত্র ৭মাসে পবিত্র কুরআন মুখস্ত করতে পেরেছে। আমি আশা করি তার মেধা কাজে লাগিয়ে একদিন অনেক বড় আলেম হবে।
মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন- ফাহিম গত বছর আমাদের মাদরাসায় ভর্তি হয়েছিল। ফাহিম আমাদের আন্তরিকতায় একজন ভালো ছাত্র হিসেবে গড়ে উঠেছে। আল্লাহর অশেষ রহমতে পবিত্র কোরআন মুখস্ত করা সম্ভব হয়েছে। এই প্রতিভা নিয়ে ফাহিম অনেক দূর এগিয়ে যাবে।
মাদ্রাসার এক শুভানুধ্যায়ী বলেন- ফাহিম সাত মাসে কুরআন মুখস্ত করেছেন- এটা আমাদের সবার গর্বের। মাদ্রাসার সুনাম ধরে রাখতে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতায় মেধাবী শিক্ষার্থীরা সমাজকে ভালো কিছু উপহার দিতে পারবে।
মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসায় দুনারী- হেফজ বিভাগ মিলে মোট ৬শত এর অধিক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি নূরানী তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় সারাদেশে সপ্তম ও লক্ষ্মীপুরে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও প্রতিবছর হেফজ বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২